Published : Thursday, 14 January, 2021 at 10:33 AM, Update: 14.01.2021 10:50:43 AM
যুক্তরাজ্যে করোনার ভয়ঙ্কর রূপ, একদিনে সর্বোচ্চ মৃত্যু
যুক্তরাজ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট মৃত্যু দাঁড়াল ৮৪ হাজার ৭৬৭ জনে।
গত বছরের মার্চে করোনা ভাইরাস মহামারী শুরুর পর এই প্রথম দেশটিতে একদিনে দেড় হাজার মৃত্যু অতিক্রম করল। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৫২৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ১১ হাজার ৫৭৬ জনে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান