Published : Friday, 15 January, 2021 at 8:31 PM, Update: 15.01.2021 8:51:54 PM
পাটগ্রামে বিএসএফ’র বুলেটে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রামের ঝালঙ্গী সীমান্তে গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ঐ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, আবুল কালাম আজাদসহ কয়েকজন সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান। এ সময় কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান