শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সভা
টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জ
|
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সভা এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, এনডিসি রবিন মিয়া, উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারগন, জেলার ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক, অভিভাবক, নিকাহ রেজিষ্ট্রার, ঈমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে ‘বাল্য বিয়েকে না বলি’ লিখিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ পর্যটন গাইডের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এর আগে একই স্থানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। অনুষ্ঠানের শেষে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারণামুলক গম্ভীরা পরিবেশন করে প্রয়াসের নানা-নাতি ও তাদের দল। পরে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে প্রধান অতিথি ওয়াহিদা আক্তার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোল সম্প্রদায়, হিজড়া ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি |
আপনার মতামত দিন
|