মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ ‘৮৭ ফাউন্ডেশনে’র আয়োজনে শনিবার বিদ্যালয়ের হলরুমে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও ছাত্র-ছাত্রীদের ১ম কিস্তির বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ইঞ্জিনিয়ার মোল্লা নবাব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতবুল্লাহ হোসেন মিয়া, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম রেজা, আরব আমিরাত আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ রফিকুল হক মিয়া, ভার্চুয়ালে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী মোতাকাব্বেরুল ইসলাম পিকুল, কানাডা প্রবাসী মৃধা সাইফুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আবদুল কাদের লোহানী, আবদুল আজিজ, বিশ্বাস অনন্ত কুমার, আবুল হোসেন, বিমল কুমার বিশ্বাস, বর্তমান প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ১৬ জন প্রাক্তন শিক্ষক-কর্মচারীকে নগদ অর্থ ও ক্রেস্ট ও ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান