Published : Saturday, 16 January, 2021 at 8:16 PM, Update: 16.01.2021 9:33:55 PM
মনোহরদী পৌরসভায় মেয়র হলেন আ’লীগ প্রার্থী সুজন
নরসিংদীর মনোহরদী পৌরসভার নির্বাচন শনিবার ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আমিনুর রশিদ সুজন পেয়েছেন ৮ হাজার ৮৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট। গত ১৩ জানুয়ারি আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে মন্ত্রীপুত্র কর্তৃক হামলার পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে ৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।
মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটাররা। এখানে মোট ভোটার সংখ্যা ১৩হাজার ৭ শত ৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান