Published : Saturday, 16 January, 2021 at 10:06 PM
মাগুরা পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী টুটুল মেয়র নির্বাচিত
মাগুরা পৌরসভা নির্বাচনে শনিবার মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী খুরশীদ হায়দার টুটুল নৌকা প্রতিক নিয়ে ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বে- সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির প্রার্থী ইকবাল আখতার খান কাফুর ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট। অপর মেয়র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মশিউর রহমান হাতপাখা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট।
মেয়র পদে মোট ভোট পড়েছে শতকরা ৬৩.৭০ শতাংশ। রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম তার কার্যলয়ে রাত সোয়া ৮ টায় চুড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের এক প্রার্থীসহ তিনজন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন। এছাড়া ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জনসহ মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন। এবার প্রথম ইভিএম পদ্ধতিতে মাগুরা পৌরসভার ৩৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। মাগুরা প্রথম শ্রেণীর এ সপৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৯৩ জন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান