Published : Sunday, 17 January, 2021 at 4:15 PM, Update: 18.01.2021 1:15:07 PM
আদমদীঘিতে বসতবাড়ীতে হামলা-ভাংচুর
বগুড়ার আদমদীঘির পল্লীতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা বসত বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির টিনের সীমানা প্রাচীর ভাংচুর ও গৃহকর্তা, প্রতিবন্ধি ও গ্রাম পুলিশ কে বেদম মারপিট করে জখম করেছে। এ ঘটনায় রোববার আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ী গ্রামের বাসিন্দা খলিলুর রহমান ও তার পুত্র গ্রাম পুলিশ আলমগীর হোসেনের সাথে একই গ্রামের মোতালেব ও মহসিনের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে খলিলুর ও গ্রাম পুলিশ আলমগীরের বসতবাড়ীতে অতর্কিত ভাবে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বাড়ীর সীমানার টিনের প্রাচীর ভাংচুর সহ গৃহকর্তা খলিলুর তার পুত্র গ্রাম পুলিশ আলমগীর হোসেন, আলমগীরের স্ত্রী জোসনা, মেয়ে আঁখি আক্তার, চাচাত ভাই প্রতিবন্ধি জুয়েলকে বেদম মারপিট করে গুরুত্ব আহত করে।
আহতরা সকলেই আদমদীঘি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় রোববার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার এস আই এখলাছ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিরোধপূর্ণ ঘটনাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান