বিড়ি শ্রমিক ইউনিয়ন নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডিসি রোডস্থ শুল্ক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০২০-২১ অর্থ বছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা সমগোত্রীয় পন্যের বিবেচনায় চরম বৈষম্যমূলক ও বিড়ি শিল্পের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অনাকাঙ্খিত মূল্য বৃদ্ধিতে বিড়ি মর্মাহত।
বিড়ির উপর থেকে কর কমিয়ে আনার দাবি জানিয়ে তারা বলেন, বিড়ির উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার করতে হবে, বিড়িতে অগ্রিম শতকরা ১০% হারে আয়কর প্রত্যাহার করতে হবে, সিগারেটের ন্যায় বিড়িতেও তিনটি মূল্যস্তর করতে হবে, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকদের মজুরী বৃদ্ধি করতে হবে, বঙ্গবন্ধুর আমলে বিড়িতে ট্যাক্স ছিলো না তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও ট্যাক্স থাকবে না, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান