Published : Monday, 18 January, 2021 at 11:29 AM, Update: 18.01.2021 1:22:44 PM
রাজধানীতে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।
পুলিশ জানিয়েছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। বিমানবন্দর থানার ওসি ফরমান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান