“মুজিব বর্ষে শপথ করি খেলাধুলায় জীবন গড়ি” এ শ্লোগানে নেত্রকোনায় সমাপ্ত হয়েছে মাসব্যাপী হকি প্রশিক্ষণের। বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ হকি প্রশিক্ষণের আয়োজন করে।
নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ উচ্ছ বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ।
এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজার সভাপতিতে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান,লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম এখলাছুর রহমান,জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান, হকি প্রশিক্ষণে ৩০ জন বালক বালিকা শিক্ষার্থীর অংশগ্রহণে মাসব্যাপী প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক,মোঃ আবুল কালাম এবং সেনাবাহিনীর সাবেক হকি খেলোয়াড় মোঃ আব্দুল কুদ্দুস।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান