Published : Wednesday, 20 January, 2021 at 3:42 PM, Update: 20.01.2021 11:55:25 PM
টাইগারদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও হাসান মাহমুদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।
দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই ৪ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।
এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আর এর প্রথম উইকেটেই সাকিবের হয়েছে দারুণ মাইলফলক। নিজেদের মাটিতে এটি ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান