সাভারের হেমায়েতপুরে বাসে যাত্রী বেশে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক সালেহ ইমরান। এর আগে ভোরে মানিকগঞ্জের দৌলতপুর থানার দুর্গম চর বাচা মরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি গত ২৪ জুলাই গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে একটি অফিস স্টাফ লেখা বাসে উঠেন। বাসে ওঠার সাথে সাথে বাস চালকসহ ওই ব্যক্তির হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা এবং বিকাশে থাকা টাকা সহ প্রায় ২৬ হাজার টাকা লুট করে। পরে তাকে আহত করে সাভার থানার তুরাগ নদীর পাড় সংলগ্ন রিকু ফীলিং স্টেশন এর বিপরীত পাশে ফেলে রেখে বাস নিয়ে চলে যায়। ঘটনার পর মাইদুল সাভার থানায় মামলা দায়ের করলে পিবিআই তদন্তের শুরু করে।
পিবিআই আরও জানান, গত ২৮ অক্টোবর ডাকাত দলের দুই জনকে গ্রেফতার করা হয়। পরে বাসটিও জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আজ ভোরে রাতভর অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান