বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে (২০১৮) সিআইপি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে মনোনীত হন মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপ এর চেয়ারম্যান সোহেল রানা।
৬ জানুয়ারি ২০২১ তারিখে ঢাকায় এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিআইপি মনোনীত ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন।
এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপ এর চেয়ারম্যান সোহেল রানার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
মালদ্বীপের বাংলাদেশ দুতালায় অফিস থেকে ২১ জানুয়ারী ২০২১ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সোহেল রানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মালদ্বীপের সাধারণ প্রবাসীদের পক্ষ থেকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী সোহেল রানাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশসংবাদ এর মালদ্বীপ প্রতিনিধি ও প্রবাসী লেখক মোহাম্মদ মাহামুদুল। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, মালদ্বীপ প্রবাসীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সোহেল রানা, তাই আমার পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
শুভেচ্ছা জানিয়েছেন ৭১ বাংলার মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদারসহ অনেক প্রবাসী বাংলাদেশী।
মালদ্বীপ দুতালায় অফিস থেকে অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক দিন যাবত মালদ্বীপে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের অধিকতর সতর্কতা অবলম্বন ও সবসময় মাস্ক পরিধান এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ কর হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান