শিরোনাম: |
বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়াল দিতে চায় ভারত বায়োটেক
দেশসংবাদ ডেস্ক
|
বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়াল দিতে চায় ভারত বায়োটেক বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালকের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ওই টিকা ট্রায়ালের জন্য প্রস্তাব পেয়েছে। এখন এটি যাচাই-বাছাই করা হবে। রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘ভারত বায়োটেক’র পক্ষে এই ট্রায়াল চালাতে চায় ঢাকার আইসিডিডিআর, বি। তবে এ বিষয়ে আইসিডিডিআর,বি-এর কোনো কর্মকর্তা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থাটি। এর আগে চীনও বাংলাদেশে টিকা ট্রায়াল দিতে চেয়েছিল। এক্ষেত্রে সরকারের সম্মতি থাকলেও আর্থিক চুক্তি নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় আর ট্রায়াল হয়নি। দেশসংবাদ/জেআর/এসআই
|
আপনার মতামত দিন
|