Published : Saturday, 23 January, 2021 at 4:26 PM, Update: 23.01.2021 4:33:02 PM
আশুলিয়ায় সুপারসপ ‘স্বপ্ন’ আউটলেটের উদ্বোধন
আশুলিয়ায় সুপারসপ স্বপ্ন- এর অত্যাধুনিক আউটলেটের উদ্বোধন করেন ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম।
শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলের আর.এম.এস.টি টাওয়ারের নীচ তলায় সুপারসপ স্বপ্ন এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত খান, পাথালীয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসালাম ভুইয়াসহ অন্যান্যরা।
আশুলিয়ার সুপারসপ স্বপ্ন এর শাখা ব্যবস্থাপক হামজা কাইসার বলেন, স্বপ্ন উন্নতমানের পণ্য সংগ্রহ করছে এবং আউটলেটের মাধ্যমে বিক্রয় করছে। স্বপ্ন ভোক্তাদের নিবিড় সার্ভিস প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। আশুলিয়া আউটলেটে স্বপ্ন ক্রেতাদের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করছে এবং কাস্টমার সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি পোশাক শ্রমিকদের বিষয়টি বিবেচনা রেখে পণ্য রাখা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান