চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার চকপাড়া এলাকায় ২৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। শনিবার ভোররাত ৫টায় রহনপুরপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র একটি টহলদল এ ফেন্সিডিলগুলো উদ্ধার করে। তবে কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
রহনপুর ব্যাটালিয়ান ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি ভোররাতে চকপাড়া বিওপির নাঃ সুবেঃ মুন্সী সলিমুল্লাহ এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- ৯৬ হাজার ৮০০ টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন ৫৯ বিজিবি অধিনায়ক।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান