শিরোনাম: |
চৌদ্দগ্রামে জমি ও ঘর পেল ২০ গৃহহীন পরিবার
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
|
চৌদ্দগ্রামে জমি ও ঘর পেল ২০ গৃহহীন পরিবার দুই শতাংশ জমিতে প্রতিটি পরিবারের জন্য আধা পাকা টিনশেডের দু’টি শয়নকক্ষ, টয়লেট, রান্নাঘর রয়েছে। জমির বন্দোবস্ত দলিল সহ শনিবার ২৩ জানুয়ারি সুবিধাভোগি পরিবারদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শাহজালাল মজুমদার, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মো: মোশারেফ হোসেন, সৈয়দ আহমেদ খোকন, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর আহমেদ, জাফর ইকবাল, উপজেলা আ’লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আব্দুল জলিল রিপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাছির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো: তৈয়ব হোসেন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবাস্তন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতক খাস জমিতে ১ লাখ ৭১ টাকা ব্যয়ে নির্মিত আধা পাকা টিনশেড প্রতিটি বাড়ীর দু’টি শয়ন কক্ষ রয়েছে। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি |
আপনার মতামত দিন
|