Published : Saturday, 23 January, 2021 at 10:52 PM, Update: 23.01.2021 11:09:29 PM
কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলো গৃহহীন ৫ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীন অসহায় দরিদ্র ৬৬ হাজার ১শত ৮৯ টি পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ পাকা ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে প্রথম ধাপে পাঁচটি পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার (২৩শে জানুয়ারী) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তার চর এলাকার লিটন, শাহজাদা, নাদিয়া, বিলকিস ও রাশিদার পরিবারের মাঝে এ গৃহ হস্তান্তর করেন।এ সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর পেয়ে তাদের আবেগ আপ্লুত হতে দেখা গেছে।
এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নি সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় এক সংক্ষিপ্ত ভাষণ ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ প্রাথমিক পর্যায়ে পাঁচটি পরিবারের মাঝে জমির কাগজপত্র সহ পাঁচটি ঘর হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে উপজেলার সমস্ত ভূমিহীনদের জমির মালিকানা সহ পাকা ঘর অনতিবিলম্বে তৈরি করে দেয়া হবে। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান