Published : Monday, 25 January, 2021 at 11:35 AM, Update: 25.01.2021 11:38:09 AM
পবিত্র মদিনা শরিফ
সৌদি আরবের পবিত্র মদিনা নগরী বিশ্বের স্বাস্থ্যকর শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে।
২০ লাখ লোকের এ পবিত্র নগরীটিই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল। ২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপকাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দেয় স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়। আরব নিউজ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান