Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ভাষানটেকে আগুনের ঘটনায় মায়ের পর মেয়ের মৃত্যু ■ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১২ জনের ■ জেরুজালেম থাকবে মুসলিমদের হাতে: খামেনি ■ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ হায়দরাবাদের ■ অবশেষে ঘুষকাণ্ডে ট্রাম্পের বিচার শুরু ■ গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি ■ বড় মনিরকে দলীয় পদ থেকে অব্যাহতি
পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হলেই ভোট বন্ধ: ইসি
Published : Wednesday, 6 March, 2024 at 4:21 PM, Update: 06.03.2024 4:30:28 PM

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

আসন্ন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের জন্য র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে। তারপরও কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই ভোট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (৬ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে সব জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও দেয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মূল্যায়ন পরিবেশ ভালো। আশাকরি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো।

তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এ জন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি। আমাদের আর্থিক ও জনবলের সীমাবদ্ধতা আছে। এ জন্য অনেক ইভিএমই কাজ করছে না। অচল হয়ে যাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে, সেগুলোই পাঠানো হচ্ছে। কাজ না করার শঙ্কা থেকে অলটারনেটিভ ইভিএম দেয়া হচ্ছে।
 
সিটি নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই চায় নির্বাচনে জিততে। তবে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি।

তিনি বলের, কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচন বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেব।

উল্লেখ্য, ৯ মার্চ ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে বিভিন্ন পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:   সিটি নির্বাচন   ময়মনসিংহ   কুমিল্লা   ভোটগ্রহণ   নির্বাচন কমিশন  


আপনার মতামত দিন
ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
নিজস্ব প্রতিবেদক
Monday, 15 April, 2024
হামলা-নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাব
নিজস্ব প্রতিবেদক
Saturday, 13 April, 2024
বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
বান্দরবন প্রতিনিধি
Friday, 12 April, 2024
দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
Friday, 12 April, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up