শিরোনাম: |
আইআইইউসি সাংবাদিক সমিতির সভাপতি চৌদ্দগ্রামের লিমন
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
|
আইআইইউসি সাংবাদিক সমিতির সভাপতি চৌদ্দগ্রামের লিমন নতুন কমিটিতে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন লিমনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আরিফুল ইসলামের নাম ঘোষণা করা হযয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ সায়েমুল ইসলাম সায়েম (সম্পাদক, নাফটুডে২৪ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রেদওয়ান ইসলাম শিপলু (স্টুডেন্ট জার্নাল), কোষাধ্যক্ষ পদে আসিফুল ইসলাম (মীরসরাই নিউজ ২৪ ডট কম), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সাদিক আজিজ (চিটাগং ক্যাম্পাস২৪ ডটকম), পাঠাগার সম্পাদক পদে আসিফ ইকবাল (দৈনিক আলোর দিগন্ত), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো: আরশাদ রবিন (ডেইলি বাংলাদেশ বার্তা)। এছাড়া সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য হিসাবে রাখা হয় এবিএস সায়েম, মাসুদ হিমন, ও আজমাইন ফায়েককে। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি |
আপনার মতামত দিন
|