Published : Wednesday, 27 January, 2021 at 1:18 PM
মালদ্বীপের রাজধানীতে ফের কারফিউ জারি
মালদ্বীপে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির কারনে ২৭ ই জানুয়ারী মালদ্বীপের রাজধানী মালে’র বৃহত্তর অঞ্চলে রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত নতুন করে কারফিউ ঘোষণা করেছে মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
মহামারী করোনা প্রাদুর্ভাবের কারনে রাজধানী মালেতে এর আগে গত বছরের এপ্রিলে কারফিউ ঘোষণা করেছিল, যা গত বছর ডিসেম্বরে পুরোপুরি তুলে নেয়া হয়েছিল।
চলতি নতুন বছরের শুরুতে গড়ে প্রতিদিন ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে, গত কয়েক দিনের পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ১০০ জনেরও বেশী। ২৬ জানুয়ারী ২০২১ মালদ্বীপে নতুন করে ১৪৫ জন করোনায় শনাক্ত হয়েছে।
এই নিয়ে এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে, ১৫ হাজার ২৪৭ জন, এখন পর্যন্ত মালদ্বীপে মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৯১৬ জন এবং এই পর্যন্ত মালদ্বীপে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫১ জন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান