Published : Wednesday, 27 January, 2021 at 7:56 PM
চৌদ্দগ্রামে ‘মানবতার সেবা সংগঠন’র আত্মপ্রকাশ
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মানবতার সেবা সংগঠন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে প্রথম সভা মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সংগঠন পরিচালনার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে মো: নজরুল ইসলাম নয়নকে সভাপতি ও কাজী জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলো: সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আরিফুর রহমান রিয়াদ, প্রচার সম্পাদক মো: সাহিদী হাসান হাসিব, সহ-প্রচার সম্পাদক কাজী ইলিয়াছ সাকিব, ছাত্র কল্যাণ সম্পাদক মো: মামুন মজুমদার, কোষাধ্যক্ষ মো: আনোয়ার হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো: একরামুল হক শাহিন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো: এয়াকুব নবী।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান