Published : Wednesday, 27 January, 2021 at 8:11 PM
গোবিন্দগঞ্জে অটোরিক্সাভ্যান চালক হত্যাকাণ্ড, আটক ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিক্সাভ্যান চালক হামিদুলকে হত্যার পর রিক্সাভ্যান ছিনতাইয়ের মূল আসামী সাইদুর রহমান, সাইফুল ইসলাম ও হাসিফুলকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়াম র্যাব-১৩। তাকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া অটোরিক্সাভ্যানটি উদ্ধার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব-১৩ সাইদুর রহমানসহ ৩ জনকে জেলার সুন্দরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সাইদুর গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের আব্দুর রহমানের পুত্র। গ্রেফতারকৃত সাইদুরকে র্যাব আজ বিকেলে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
গত ২৫ জানুয়ারী দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র নিখোঁজ অটোরিক্সাভ্যান চালক হামিদুলের বস্তাবন্দি লাশ রাখাল বুরুজ ইউনিয়নের নয়াপাড়া একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। হামিদুল গত ২৪ জানুয়ারী সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান