Published : Wednesday, 27 January, 2021 at 8:28 PM
জামালপুরে বন্যার পুর্বাভাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাতা সংস্থা ইকো এর অর্থায়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক সুফল প্রকল্পের আওতায় বন্যা কবলিত মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৪টি (সাপধরি, কুলকান্দি, নোয়ারপাড়া ও চিনাডুলি) ইউনিয়নে বন্যার পূর্ভাবাসভিত্তিক পূর্ব পদক্ষেপ ও প্রস্তুতি মূলক কাজ বাস্তবায়িত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এই প্রকল্পের মাধ্যমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের বন্যা পুর্বাভাস অনুধাবন ব্যাখ্যা ও প্রচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় লুইছ ভিলেজ রির্সোট এন্ড পার্ক কনফারেন্স কক্ষে বুধবার সকাল ১০ টায় শুরু হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা নায়েব আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জামালপুর জেলা প্রশাসক এনামুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এস.এম. জামান আব্দুন নাছের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম, ঢাকা বন্যাপুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া।
উক্ত প্রশিক্ষণে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ, ইসলামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পরিচালক মানব সম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, রাইমস্ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম চীফ রায়হানুল হক খান ও প্রোগ্রাম অফিসার ফকরুল আরেফিন।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামিক বাংলাদেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ সুফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শুশান্ত চন্দ্র দে রায়।
প্রধান অতিথি জামালপুর জেলা প্রশাসক এনামুলহক তার বক্তব্যে বলেন, গত ২০২০ এর বন্যায় সুফল প্রকল্প কর্তৃক ভয়েস ম্যাসেজের মাধ্যমে বন্যার পুর্বাভাস ও সতর্কী করণ বার্তা খুবই কার্যকরী ভুমিকা পালন করেছে যা জেলা ও উপজেলা পর্যায়ের বন্যা পুর্ববর্তী পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহনে সহায়তা করেছে। এধরনের কার্যক্রম পরিচালনার জন্য তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশ কে ধন্যবাদ জানান ও এই প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য জোর সুপারিশ করেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান