শিরোনাম: |
দক্ষিন কেরানীগঞ্জে ফেসবুক আইডি’র বিরুদ্ধে জিডি
কেরানীগঞ্জ প্রতিনিধি
|
দক্ষিন কেরানীগঞ্জে ফেসবুক আইডি’র বিরুদ্ধে জিডি জিডির বাদি বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন জানান, বাস্তা পলিটিক্যাল (Basta political)নামে কে বা কারা নাম ঠিকানা বিহীন ফেসবুক আইডি খুলেছে। উক্ত ভূয়া আইডিতে বাস্তা ইউনিয়নের বিভিন্ন আওয়ামী লীগ নেতার নামে কুরুচী মন্তব্য করা থেকে শুরু করে মিথ্যা তথ্য দিয়ে মানুষেকে বিভ্রান্ত করে আসছে। ওই ফেসবুক আইডির প্রোফাইলে আমার ও আমার তিনবন্ধুর ছবি ব্যবহার করছে। তিনি বলেন, তাই আমি আজ বুধবার (২৭-০১-২১) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেছি। আরো আইনি পদক্ষেপ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছি। উক্ত আইডির বিরুদ্ধে সার্ভার ক্রাইম অপরাধের অভিযোগ মামলা করা হবে। বিটিআরসিতেও আইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিবো। শীঘ্রই জানতে পারবেন আইডির মালিক কে? দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh |
আপনার মতামত দিন
|