ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইন চার্জ মো. শহিদুল ইসলাম জানান, বুধবার বিকাল পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে ভোলা সদর থানার রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাওয়া বিবি নামে এক বেদে নারীকে ৩০০শত পিচ ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান