বয়সের ভারে দীর্ঘদিন ধরে বিছানায় প্রায় ১৩০ বছর বয়সী তালেমন বেওয়া। নাতি-নাতনির সহযোগিতায় বিছানাতেই খাওয়া-দাওয়া। তাতে কী হবে, ভোট তো দিতেই হবে। ভোট দেওয়ার জন্য বায়না ধরলেন নাতির কাছে।
তাই দাদির আবদার মেটাতে শেষ পর্যন্ত কোলে করে নিয়ে পৌর নির্বাচনের ভোট কেন্দ্রে এসেছেন নাতি আব্দুস সামাদ। বলছিলাম বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত আমজাদ খানের স্ত্রী তালেমন বেওয়ার কথা
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তালেমন বেওয়া।
ভোট দেওয়া শেষে তালেমন বেওয়া বলেন, বাবা বয়স হইছে, যে কোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারবো কি-না জানি না। তাই ভোট দিতে আইসলাম।
নতি আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে দাদি খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিয়ে দাদি খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করি দাদি যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।
ধুনট পৌর এলাকার ৯টি ভোটকেন্দ্রের ৩১টি বুথে ১১ হাজার ৭১৩ জন ভোটার বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬৩৭ এবং নারী ভোটার ৬ হাজার ৭৬ জন। তারা ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করছেন। নির্বাচনে মেয়র পদে ৪জন এবং কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান