Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘তৃণমূলে কে ভোটে গেলো তা দলের দেখার বিষয় নয়’ ■ ‘যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করব’ ■ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ■ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা ■ ঘাতক ট্রাকচালক ও হেলপার কারাগারে ■ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ ■ ‘এক বন্ধুকে খুশি, আর বাকিদের নারাজ করবে না ঢাকা’
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার
Published : Thursday, 21 March, 2024 at 10:44 PM

 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র বাকি কয়েক সপ্তাহ, তার আগেই গ্রেপ্তার রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।  

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

এছাড়া, তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী এবং তিনি থাকবেন। দিল্লি সরকারে অরবিন্দের পরের অবস্থানেই রয়েছেন অতিশি।

মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে অতিশি বলেছেন, আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়েও একটি অর্থও পায়নি।

তিনি আরও বলেছেন, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা একটি ষড়যন্ত্র। কেজরিওয়াল শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি চিন্তাধারা। যদি মনে করেন একজন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এই চিন্তাধারা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি ভুল। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এবং থাকবেন। আমরা প্রথম থেকে বলছি প্রয়োজনে জেল থেকে তিনি সরকার পরিচালনা করবেন। কোনো আইন তাকে আটকাতে পারবে না।

অতিশি উল্লেখ করেন কেজরিওয়াল এই মামলায় কোনো অভিযুক্ত নন। ফলে তারা গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আজ রাতেই আদালতের কাছ থেকে একটি রায় প্রত্যাশা করছেন।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  ভারত   দিল্লির মুখ্যমন্ত্রী   অরবিন্দ কেজরিওয়াল   গ্রেপ্তার  


আপনার মতামত দিন
রাত পোহালেই ভারতে লোকসভা ভোট
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 18 April, 2024
কারাগার থেকে আবারও গৃহবন্দি সু চি
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 17 April, 2024
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 17 April, 2024
ভোটের আগে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 16 April, 2024
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 15 April, 2024
আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 15 April, 2024
থাই সীমান্তে ছুটছে মিয়ানমারের মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 12 April, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up