কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজের নেতৃত্বে উপজেলার ধরমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য দ্রব্য ও শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।
এই লক্ষে আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের সাতবাড়িয়া নামক স্থানে যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজের সভাপতিত্বে, প্রধান পৃষ্ঠপোষক হিসাবে দাতা সংস্থা পিচ এন্ড স্মাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ নেওয়াজ টিটু, প্রধান অতিথি হিসাবে ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি সামছুল হক, প্রধান বক্তা হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান নবাব উপস্থিত ছিলেন।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চপল, পিচ এন্ড স্মাইলের পরিচালক গোলাম মাহাবুব শাহীন আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহব্বায়ক মশিউর রহমান মন্টু, ধরমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক একরামুল হক প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ধরমপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাজেদুর রহমান সান্টু। দাতা সংস্থা পিচ এন্ড স্মাইল ধারাবাহিকভাবে অসহায় গরিব পরিবারের মাঝে নগদ অর্থ, টিউবওয়েল, বিভিন্ন খাদ্রসামগ্রী ও শীতার্থদের মাঝে কম্বল বিতরন করে আসছে।আগামীতেও এমন মহৎ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ নেওয়াজ টিটু।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান