শিরোনাম: |
ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু
দেশসংবাদ, ঢাকা
|
ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু মৃত নাফিজের খালাত ভাই সাজ্জাদ বিন আজাদ জানান, মোটরসাইকেলের তেল নিতে নাফিজকে নিয়ে সাজ্জাদ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যায়। সেখান থেকে ফেরার সময় পাম্পের সামনে একটি তেলের লড়ি ঘোরানোর সময় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পড়ে যায়। সাজ্জাদ কিছুটা আঘাত পেলেও নাফিজ গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ নাফিজকে স্থানীয় আল ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে। দেশসংবাদ/জেআর/এসআই
|
আপনার মতামত দিন
|