করোনা ভাইরাসের টিকা নিলেন, নীলফামারী সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল করিম।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে "নীলফামারী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেন অধ্যাপক নূরুল করিম। পরে গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে তিনি সবাইকে নির্বিগ্নে টিকা নেওয়ার আহ্বান জানান।
করোনা টিকা নেওয়ার পর অনুভূতি জানিয়ে অধ্যাপক নূরুল করিম বলেন, আসলে উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনও সমস্যা ফেস করিনি। আধাঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনও রকম অসুবিধা হয়নি। আমি নীলফামারী বাসীসহ সকলকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকে এসে যার যার এলাকায় এই টিকা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, এটা কোভিড থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। ন্যূনতম কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, নির্ভয়ে সবাই এই টিকা নিতে পারেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান