সিলেট বিভাগীয় শ্রম আদালতের প্রতিনিধি মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী।
৬ অক্টোবর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এ প্রদত্ত ক্ষমতা বলে এতদসংক্রান্ত বিদ্যমান সকল প্রজ্ঞাপন বাতিল ক্রমে রাষ্ট্রপতির আদেশক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মহিদুর রহমান এই প্রজ্ঞাপন জারি করেন। শ্রম আদালতের বিচার কার্য-পরিচালনার জন্য সিলেট শ্রম আদালতের শ্রমিক ও মালিক প্রতিনিধি নির্বাচিত করা হয়। এই প্রজ্ঞাপনে হবিগঞ্জ জেলা থেকে প্রখ্যাত শ্রমিক নেতা সজিব আলীকে সদস্য মনোনীত করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক নেতা মোঃ সজিব আলী। তাকে প্রতিনিধি নির্বাচিত করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান