শিরোনাম: |
বান্দরবানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, জরিমানা আদায়
অসীম রায়, বান্দরবান
|
বান্দরবানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, জরিমানা আদায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএনপির মেয়র প্রার্থী মো.জাবেদ রেজাকে যানবাহনে পোস্টার লাগানোর কারনে পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৮(৮) ধারা ভংগের অপরাধে একই আইনের ৩১ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা। আওয়ামী লীগের প্রার্থির পক্ষে প্রচারনার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ী ব্যবহার করে শোডাউন এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইক ব্যবহার করার অপরাধে মোঃ সাইদুর রহমানকে পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৮(৫), ১৩(ক), ২১(২) ধারা ভংগের অপরাধে একই আইনের ৩১ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। দেশসংবাদ/প্রতিনিধি/এফবি/mmh |
আপনার মতামত দিন
|