Published : Saturday, 13 February, 2021 at 5:53 PM
মাগুরা সোনালী অতীত ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পূতি উপলক্ষে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু অনুষ্ঠিত হয়। সোনালী অতীত ক্লাব মাগুরার আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সোনালী অতীত ক্লাবের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মবকুল হোসেন প্রমুখ।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৫৪টি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান