Published : Saturday, 13 February, 2021 at 8:31 PM
ইসলামপুরে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত
জামালপুরের ইসলামপুরে জাতীয় পার্টি গোয়ালেরচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুমিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাপা) ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ।
গোয়ালেরচর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু।
গোয়ালেরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোতা মিয়া এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য খোরশেদ আলম, জেলা জাতীয় পার্টির সদস্য হারুন-অর-রশিদ, জুয়েল সরকার, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ফেরদৌস সরকার, সদস্য শাহাবুদ্দিন, ইসলামপুর শহর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়াসহ আরো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য মাহমুদুল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টি (জাপা) ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ বলেন, এখন যারা রাজনীতি করে তারা টি আর জিআর, কাবিখা ভাগবাটোয়ারা করে; কোন কাজ করে না। মেরে খাওয়া রাজনীতি করে। কিন্তু জাতীয় পার্টি রাজনীতি স্বচ্ছ রাজনীতি। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ আর ভোট কেন্দ্রের যায় না। জাতীয় পার্টি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। নির্বাচনে মানুষের অনাগ্রহ হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা।
এছাড়াও তিনি বলেন, রাজনীতিতে প্রাণচাঞ্চল্য এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ না থাকায় অনেকেই রাজনীতি থেকে ঝরে পড়ছেন। এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ হতে পারে না। এভাবে চলতে থাকলে অনেক দলই সাইনবোর্ড এবং নামসর্বস্ব দলে পরিণত হবে। নির্বাচনের প্রতি মানুষের কেন অনাস্থা, তা নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান