Published : Saturday, 13 February, 2021 at 8:44 PM
মিজানুর রহমান
হবিগঞ্জে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দলীয় সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়।
শনিবার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তাই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। পৌর নির্বাচনে যদি আওয়ামী পরিবারের কোন সদস্য ও নেতাকর্মী তার সাথে থেকে কাজ করেন তবে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান