Published : Sunday, 14 February, 2021 at 10:55 AM, Update: 14.02.2021 1:51:05 PM
আফগানিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৩০
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে শনিবার একটি মসজিদে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন।
আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর। খবর আনাদোলুর।
এতে বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল।
এ সময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করে বলেছে, খালি একটি কক্ষে ওই বিস্ফেরণ ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান