শিরোনাম: |
বিক্ষিপ্ত ঘটনা ছাড়া
নরসিংদী ও মাধবদী পৌরসভায় শান্তিপূর্নভাবে নির্বাচন চলছে
বেনজির আহমেদ বেনু, নরসিংদী
|
নরসিংদী ও মাধবদী পৌরসভায় শান্তিপূর্নভাবে নির্বাচন চলছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান ভূইয়া জানান, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুসফিকুর রহমানের নির্দেশে কেন্দ্রটি ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ১০.৩৫ মিনিটে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তাছাড়া নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্ব দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রতিদ্বন্দি কমিশনার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাড়া নরসিংদী ও মাধবদী পৌরসভায় শান্তিপূর্নভাবে ভোটাররা সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট প্রদান করছেন। পুলিশ আনসার বিজিবি র্যাবসহ প্রতি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছে। স্ট্রাইকিং ফোর্স পৌর এলাকার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। নরসিংদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪শ’ ৫৪ জন। তন্মধ্যে পুরুষ ৪৯ হাজার ১শ ৫৭ এবং মহিলা ৫০ হাজার ২শ’ ৯৭ জন। আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র সহ ৪ মেয়র প্রার্থী, ২৮ কাউন্সিলর, সংরক্ষিত আসনে ১০ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মাধবদী পৌরসভায় মেয়র পদে ৩, সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১২ এবং সাধারন কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪শ ৮৩ তন্মধ্যে পুরুষ ১৭ হাজার ১শ’ ৬৫ ও মহিলা ১৫ হাজার ৩শ ১৮ জন। দেশসংবাদ/প্রতিনিধি/এফবি/mmh |
আপনার মতামত দিন
|