নেত্রকোনা জেলা সদরে আজ রবিবার চতুর্থ ধাপে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে আবারো নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নজরুল ইসলাম খান।
উৎসব মূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে পৌর শহরের বিভিন্ন কেন্দ্রে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন গ্রহণ করা হয়। নির্বাচনে ৬৭ হাজার ৪ শত ৬২ জন ভোটারের মধ্যে ৪১ হাজার ৪ শত ৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৬১ শতাংশ ভোটার ভোটে অংশ গ্রহণ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম খান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫ শত ৬৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৯ শত ৯৫ ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আলী মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭ শত ৯৭ ভোট।
নির্বাচন অবাধ ও সুষ্টু করার লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন পুলিশ, ৮ জন আনাসার নিয়োজিত ছিল। এছাড়া মোবাইল টিম, ট্রাইকিং ফোর্সসহ ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৩ জন অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব ও ৫ প্লাটুন বিজিবি মাঠে ছিল সার্বক্ষণিক।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান