শিরোনাম: |
বান্দরবানে ১ম শিশু পার্ক উদ্বোধন
অসীম রায়, বান্দরবান
|
বান্দরবানে ১ম শিশু পার্ক উদ্বোধন উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতে ও শিশু পার্ক নির্মাণ করা হবে এবং শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য এই শিশুপার্ক অনেকটাই কাজে আসবে। বান্দরবানে ১ম শিশু পার্ক উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,উপ-সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া,ঠিকাদার মো.খোরশেদ আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তথ্যমতে,নবনির্মিত এই শিশু পার্ক পৌরসভার কাছে হস্তান্তর করা হবে এবং এই শিশু পার্কে বিনোদনের জন্য ইলেকট্রনিক মিনি ট্রেন,মেরী গো-রাউন্ড,রং ডং, স্প্রীং ঘোড়া,কম্বাইন্ড সুইংসহ ১১ রকমের রাইড স্থাপন করা হয়েছে । দেশসংবাদ/প্রতিনিধি/এফবি/mmh |
আপনার মতামত দিন
|