Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক ■ ‘গুম’ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি হবে
প্রিজন সেলে কয়েদি হত্যা, ৩ কারারক্ষী বরখাস্ত
Published : Monday, 15 April, 2024 at 4:42 PM, Update: 15.04.2024 5:03:59 PM

প্রিজন সেলে কয়েদি হত্যা, ৩ কারারক্ষী বরখাস্ত

প্রিজন সেলে কয়েদি হত্যা, ৩ কারারক্ষী বরখাস্ত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্রিজন সেলে এক আসামিকে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) এ তথ্য  নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরখাস্ত কারারক্ষীরা হলেন–সহকারী প্রধান কারারক্ষী সুমন চন্দ্র দে, কারারক্ষী কামরুল আহসান ও আব্দুর রব।

এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্যরা হলেন–শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুল আলম ও কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিছুর রহমান।

গতকাল রোববার ভোরে শেবাচিম হাসপাতালের নিচতলার প্রিজন সেলে দুই আসামিকে বেধড়ক পেটান আরেক আসামি। পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় একজনের মৃত্যু হয়।

নিহত মো. মোতাহার (৬৭) বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। তিনি বরগুনার একটি হত্যা মামলার আসামি ছিলেন। এ ছাড়া আহত অপর আসামি অজিত মন্ডল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, হামলাকারী তরিকুল ইসলাম (২৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। তিনি পটুয়াখালীর একটি হত্যা মামলার আসামি।

হাসপাতাল সূত্র বলছে, প্রিজন সেলের দায়িত্বে এক নায়েক ও দুই কনস্টেবল ছিলেন। মানসিক রোগীসহ তিনজন প্রিজন সেলের একটি কক্ষে ছিলেন। ভোরে আকস্মিকভাবে মানসিক রোগী অপর দুই আসামিকে ঘুমন্ত অবস্থায় স্ট্যান্ড দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকেন। এতে মোতাহারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অজিত আঘাত পেলেও ততটা গুরুতর নয়। ঘটনার সময় সেলের তালার চাবি নিয়ে একজন বাইরে নাস্তা করতে গিয়েছিলেন। তাই দায়িত্বরতরা দ্রুত প্রিজন সেলে ঢুকতে পারেননি।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন মানসিক রোগী ওই আসামি অপর দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে পেটান। এতে দুজন আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

তবে নিহতের স্বজনেরা পুরো ঘটনাকে পরিকল্পিত দাবি করে হত্যাকারীর শাস্তি দাবি করেছেন।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   হত্যা   হাসপাতাল   কারাগার  


আপনার মতামত দিন
রণক্ষেত্র বরিশাল, আহত শতাধিক
দেশসংবাদ ডেস্ক
Wednesday, 17 July, 2024
ভোলায় ‘মিস ফায়ারে’ গুলিবিদ্ধ এএসআই
ভোলা প্রতিনিধি
Monday, 24 June, 2024
পৌরসভার অর্ধকোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া
পিরোজপুর প্রতিনিধি
Tuesday, 14 May, 2024
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
পটুয়াখালী প্রতিনিধি
Tuesday, 16 April, 2024
ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, নিহত ১
পপিরোজপুর প্রতিনিধি
Sunday, 7 April, 2024
বরিশালে বোমা বিস্ফোরণে পুলিশসহ তিনজন আহত
বরিশাল প্রতিনিধি
Tuesday, 13 February, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up