Published : Thursday, 18 February, 2021 at 6:26 PM
আদমদীঘিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মজিববর্ষ) উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ১১পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া “দি স্ট্রাইকিং টুয়েলভ” এর আয়োজনে এবং আদমদীঘি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার সকাল ৯টায় সান্তাহার স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু করে আদমদীঘি উপজেলা পরিষদ পর্যন্ত ৫কিলোমিটার ম্যারাথন প্রতিযোগীতা শেষ হয়।
ম্যারাথনে ৮ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করেন। এরমধ্যে ১ম থেকে ১০ম স্থানকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর জাহিদ ইকবাল, সেনাবাহিনী সদস্য ইলিয়াছ হোসেন, সাইফ, সুমন, বগুড়া জেলা পরিষরদর সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন, আদমদীঘি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, উপজেলা জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি ম্যারাথন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতন করেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান