শিরোনাম: |
ভ্যাকসিন নিলেন আরও দুই লাখ ৬২ হাজার মানুষ
দেশসংবাদ, ঢাকা
|
ভ্যাকসিন নিলেন আরও দুই লাখ ৬২ হাজার মানুষ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সারাদেশে করোনা টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন আর নারী ৯৭ হাজার নয়জন। গততালে চেয়ে আজ সর্বমোট টিকা বেশি নিয়েছেন ৩৫ হাজার ১৯০ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। তাদের মধ্যে পুরুষ ২১ হাজার ১৩১ জন আর নারী ১১ হাজার ২৮১ জন। ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৬৪ হাজার ৯৬০ জন, আর নারী টিকা নিয়েছেন ৮০ হাজার ৮৬৮ জন। সারাদেশের পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৫ হাজার ৩০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। আর টিকা গ্রহণের পর এখন পর্যন্ত সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৫৩৭ জনের। গত ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকাদানের মধ্য দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ। দেশসংবাদ/বিএন/এসআই
|
আপনার মতামত দিন
|