শিরোনাম: |
কেরানীগঞ্জে ভবন ধ্বসে আহত ৭
সামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ (ঢাকা)
|
কেরানীগঞ্জে ভবন ধ্বসে আহত ৭ আহতদের মধ্যে বাড়ীর মালিক জানে আলমের বৃদ্ধা মা রাজিয়া বেগক (৮০) কে ছাড়া বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। রাজিয়া বেগম স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তিনিও আশংকা মুক্ত বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। বাকি আহতরা হলেন বাড়ীর মালিকের স্ত্রী বেগম, ছেলে সাদাত,ছেলের বউ বৃষ্টি, নাতনী মিথিলা, ভাগিনা অতিত্য এবং বাড়ীর এক কাজের মহিলা। কেরানীগঞ্জে ভবন ধ্বসে আহত ৭ এছাড়াও পাশের দুইটি ভবনে ফাটল ধরায় দুটিসহ ৫টি ভবন হতে লোকজন সরিয়ে ফেলা হয়েছে, একই সাথে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাড়ীর মালিকের বোন লিপা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে আমার ভাই বিল্ডিংয়ের সামনে কাজ করছি। এমন সময় কোন কিছু বুঝে উঠার আগেই হঠাৎ বিকট শব্দে ৭ তলা ফাউন্ডেশনের ৩ তলা বিল্ডিংটি পাশের খালে উপরে পড়ে। খুব সকালে হওয়ায় বাড়ীর সবাই রুমেই অবস্থান করছিলো। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় ওয়াল কেটে সকলকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিনসহ উর্ধতন কর্মকর্তারা। দেশসংবাদ/প্রতিনিধি/এমএইচ/আরএস |
আপনার মতামত দিন
|