বগুড়ার ধুনট উপজেলায় তৌহিদ সরকারকে (৫) বটি দিয়ে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত তৌহিদ সরকার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসি আব্দুল গফুর সরকারের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তৌহিদের জবাই করা মৃতদেহ তার বাবার ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল গফুর জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে মালেয়শিয়া অবস্থান করেন। গ্রামের বাড়িতে মা দুলালী বেগমের কাছে থাকতো তৌহিদ। শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন কাজের উদ্দেশে বাইরে যায়। এসময় তৌহিদের মা বাড়ির অদুরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায় এবং তৌহিদ সরকার একাই ছিল বাড়িতে ঘরের ভেতর।
এ অবস্থায় কে বা কারা ওই ঘরের ভেতর ঢুকে তৌহিদ সরকারকে বটি দিয়ে জবাই করে হত্যার পর মৃতদেহ মেঝেতে ফেলে রেখে যায়। পরে বাড়িতে ফিরে তৌহিদের মা ঘরের মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠে। এ সময় প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌছে থানায় খবর দেয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। এ হত্যাকান্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান