Published : Saturday, 20 February, 2021 at 12:40 AM, Update: 20.02.2021 12:55:13 PM
চীন-ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও প্রকাশ
গত বছর লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতীয় ২০ সেনা সদস্য নিহত হয়। সেই সংঘর্ষে পাঁচ চীনা সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানানো হয়। সেই সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে।
ওই পাঁচ কর্মকর্তা ও সেনাকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা জানিয়েছে চীনা কেন্দ্রীয় সামরিক কমিশন। চীনা সামরিক বাহিনীর পত্রিকা পিএলএ ডেইলি এমন খবর দিয়েছে।
নিহতদের মধ্যে পিএলএ জিংজিয়াংয়ের রেজিমেন্টাল কমান্ডার কিই ফাবো রয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন পিএলএ নেতৃবৃন্দ নিহত কিই ভাবো, চেন হনজুসন, চেন জিয়ানগ্রোং, জিয়াও সিইউন ও ওয়াং জোরানকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই সংঘর্ষে চীনের ৩০ সেনা নিহত হয়েছে।কিন্তু বেইজিং তা কখনই স্বীকার করেনি। ১০ ফেব্রুয়ারি এক খবরে ৪৫ চীনা সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান