শিরোনাম: |
টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল
অসীম রায়, বান্দরবান
|
টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল বান্দরবানে পর্যটকবাহী গাড়ীর চালক মো:কামাল দেশসংবাদকে জানান, দীর্ঘদিন ধরে করোনার কারণে বান্দরবানে আমরা গাড়ী চালাতে পারি নাই, কিন্তু ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিনের বন্ধে বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও হোটেল মোটেলে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে এবং আমরা পর্যটকদের বিভিন্ন পর্র্যটনকেন্দ্রে ভ্রমন করতে নিতে পারছি। টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল বান্দরবানের আবাসিক হোটেল গ্রীনল্যান্ডের স্বতাধিকারী মো:মহিউদ্দিন বলেন, বান্দরবানের ৩ দিনের ছুটিতে পর্যাপ্ত পর্যটকদের আগমন ঘটেছে এবং আমাদের বেশিরভাগ রুম বুকিং হয়ে গেছে আর আমরা পর্যটকদের পর্যাপ্ত সেবা দিতে প্রস্তুত রয়েছি। বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেন, তিনদিনের বন্ধে বান্দরবানে বেশ পর্যটক সমাগম হয়েছে, বেশিরভাগ হোটেল মোটেল বুকিং। সভাপতি অমল কান্তি দাশ আরো বলেন,জেলা সদরের হোটেল মোটেলের রুম বুকিং হয়ে যাওয়ায় অনেক পর্যটক বান্দরবানের বিভিন্ন উপজেলায় ঘুরতে চলে যাচ্ছে। বান্দরবান জেলায় ৬০ টি হোটেল মোটেল রয়েছে আর পর্যটকবাহী যান রয়েছে প্রায় ৪ শতাধিক আর এই পর্যটন শিল্পের সাথে জড়িত জেলার প্রায় ২০ হাজার মানুষ। বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার দেশসংবাদকে বলেন, বান্দরবান একটি পর্যটন জেলা আর এই জেলাতে সবসময় দেশি বিদেশি পর্যটকের সমাগম হয়। তিনি আরো বলেন, ২১ফেব্রুয়ারির বন্ধকে ঘিরে বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ইতিমধ্যে প্রচুর পর্যটক সমাগম হয়েছে এবং বান্দরবান জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করে যাচ্ছে। দেশসংবাদ/প্রতিনিধি/এমএইচ/আরএস |
আপনার মতামত দিন
|