Published : Sunday, 21 February, 2021 at 10:21 AM, Update: 21.02.2021 9:33:30 PM
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলো— পাবনার সাঁথিয়ার ইয়াকুব হোসেন (৪২), তার স্ত্রী সালমা (৩৪), ছেলে ইমতি ও শিশু ইমতিয়াজ (১৮ মাস) এবং বগুড়ার মিজান (৪০), ফিরোজ (৩৫), নাদিয়া আক্তার, মৌসুমী, পাভিন, লাভলী ও শিবগঞ্জের শিশু লাফিজ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বগুড়াগামী এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও ১০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান