শিরোনাম: |
মুরাদনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
|
মুরাদনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সকল সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি সম্মান জানায়। পরে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন। মুরাদনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো: ফয়েজ উল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কামরুল আহমেদ খাঁন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ। দেশসংবাদ/প্রতিনিধি/এফবি/mmh |
আপনার মতামত দিন
|